নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। শুক্রবার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পরে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শহরের ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদ, দারুস সালাম জামে মসজিদ, ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদ, যশোর সদর হসপিটাল জামে মসজিদ, বটতলা জামে মসজিদ, জেলরোড জামে মসজিদ, বাহাদুরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, রহেলাপুর ঈদগাহ জামে মসজিদসহ উপজেলার বেশ কয়েকটি মসজিদে জুম্মার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ধর্মপ্রাণ মুসল্লিরাসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
