নিজস্ব প্রতিবেদক:
যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে পৌর আওয়ামী লীগ। রবিবার বিকালে যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কাজীপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন মুস্তাক, পৌর আওয়ামী লীগনেতা আলাউদ্দিন আলা, রফিকুল ইসলাম রফিক, রবিউল ইসলাম শাহীন, ইউসুফ শাহীদ,
সেলিম কবির, তৌহিদুজ্জামান ওয়াসেল, হাজী হাসান, ফরহাদ হোসেন, লোকমান হোসেন, কাজী রবিউল ইসলাম রবি, শফিকুল ইসলাম, ইদ্রিস আলী বাদল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমিদ হুদা বিজয়সহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
