নিজস্ব প্রতিবেদক
শুক্রবার রোটার্যাক্ট ক্লাব অব যশোর মিডসিটির উদ্যোগে যশোরের ভৈরব নদে ‘মৎস্য অবমুক্তকরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব যশোর মিডসিটির ২০২৫-২৬ রোটাবর্ষের প্রেসিডেন্ট আসমা সুলতানা বর্ষা, সেক্রেটারি সাইফুল খান বাপ্পিসহ ক্লাবের অন্যান্য রোটার্যাক্টবৃন্দ।
এছাড়াও কর্মসূচিকে প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব যশোর মিডসিটির ২০২৫-২৬ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়সাল ফারুকী অমি, রোটারিয়ান গিয়াস উদ্দিন খান ডালু, রোটারিয়ান কাজী আবুল ফয়েজ তুষার, রোটারী ডিস্ট্রিক্ট ৬৪ এর কো-অর্ডিনেটর (পার্টনার ইন সার্ভিস) রোটারিয়ান শামীম উদ্দিন খান। কর্মসূচিতে বিভিন্ন ধরনের ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।