নিজস্ব প্রতিবেদক
গত নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে যশোরে গণঅনশন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত শহরের চিত্রামোড়ে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা শাখার আয়োজনে কয়েকশ নেতাকর্মী উপস্থিত হয় কর্মসূচিতে। একই সাথে অনশনে সংহতি জানিয়ে অংশ নেয় জেলার বিভিন্ন বাম রাজনীতি ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানাচ্ছেন ঐক্য পরিষদের নেতারা।
জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, প্রতিটি সরকার ক্ষমতায় যাওয়ার পর নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে যায়। একইভাবে গত নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেনি ক্ষমতাসীন সরকার। অথচ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেসব দাবিতে গণঅনশন করছে।
সংগঠনের সভাপতি সন্তোষ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের সহ সভাপতি যোগেশ দত্ত, সাধারণ সম্পাদক তপন ঘোষাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন প্রমুখ।
