নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপাড়া গ্রামের বাসিন্দা নিরঞ্জন কুমার ঋষি (৫৪)। গত ২৪ মার্চ সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে বেদম পিটিয়ে গুরুতর জখম করে। মঙ্গলবার বিকালে জেলা পূজা পরিষদ ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেছে।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন সাংবাদিকদের বলেন, নিরঞ্জন কুমার ঋষির বাড়িতে মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। এই দুর্বৃত্তদের সঙ্গে কিছু রাজনৈতিক শক্তি ও কিছু আইনের পোশাক পরা ব্যক্তিও যুক্ত আছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে দ্রুত এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এর আগে তাদের পরিবারের বিরুদ্ধে মাদকের মামলা করা হয়েছে।
গত ২৪ মার্চ সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে নিরঞ্জন কুমার ঋষিকে বেদম পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। একই সঙ্গে স্ত্রী ভানুমতিসহ অন্যান্য সদস্যদের মারপিট করা হয়। গুরুতর আহত নিরঞ্জন কুমার ঋষিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনটি পৃথক মামলায় গাঁজা উদ্ধার দেখিয়ে নিরঞ্জনের পরিবারের চার সদস্যের নামে মামলা করে। এই মামলায় তাদের আটকও করা হয়। তারা জামিনে রয়েছেন।
তবে মিথ্যা মামলা একই পরিবারের চারজনকে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেন সদর উপজেলার ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল ইসলাম বলেন, ফাঁসানোর অভিযোগ সঠিক নয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে। এজন্য তাদেরকেই আসামি করা হয়েছে।
