নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্র শিল্পী রবিউল ইসলাম শাহের খানকে যশোরের ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রাকিব হত্যা মামলার আসামি করায় সম্মানহানির অভিযোগে আদালতে পাল্টা মামলা হয়েছে। নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ এবং নিহতের পিতা শাহাবুদ্দিনকে ওই মামলার আসামি করা হয়েছে। বুধবার সদর উপজেলার মুনসেফপুর গ্রামের মৃত কাওছার আলী খানের ছেলে রবিউল ইসলাম শাহের নিহেজই এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামিদের বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, রবিউল ইসলাম শাহের খান একজন চলচ্চিত্র শিল্পী। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অধিকাংশ সময় ঢাকা ও বিদেশে থাকেন। ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর তিনি ৭ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। পরদিন রাতে গ্রামে রাজনৈতিক গোলযোগের জের ধরে প্রতিপক্ষের হামলায় নরেন্দ্রপুর ইউনিয়নের শাহাবাটি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব নিহত হয়। এই ঘটনায় নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদের কু-পরামর্শে নিহতের পিতার শাহাবুদ্দিন কোতোয়ালি থানার মামলায় শাহের খানকে আসামি করা হয়। এ মামলায় ১৩ সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে।
৮০ দিন কারাভোগের পর তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি শাহের খানের অব্যহতি চেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১২ নভেম্বর চার্জশিটের উপর শুনানি শেষে শাহের খানকে আদালতে থেকে চূড়ান্ত ভাবে অব্যাহতি দেন বিচারক। আসামিরা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি ও মানহানির ঘটনায় তিনি আদালতে এই মামলাটি করেছেন।
