খুলনা প্রতিনিধি
খুলনায় ভৈরব নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (৫ জুলাই) বিকেলে নগরীর ৭ নম্বর ঘাট এলাকায় মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক এলাকার মসজিদের সামনে ভৈরব নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তির বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মরদেহে বেশ কয়েকটি আঘাত ও ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
খুলনা সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে জানতে পারি এক ব্যক্তির মরদেহ নদীতে ভাসছে। আমরা এসে মরদেহ উদ্ধার করি। ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করছি অন্তত ৪-৫ দিন আগে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় কেউ। তিনি আরও বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
