নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ফুটবল লিগের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শেখ সাখাওয়াত স্মৃতি সংঘ। বুধবার সরকারি নওয়াপাড়া কলেজ মাঠে টাইব্রেকারে ৪-২ গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ক্রীড়া চক্র যশোরকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে শহরের পালবাড়ি এলাকার দলটি। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ভাবে শেষ হয়। আজ দ্বিতীয় সেমিফাইনালে রাহুল স্মৃতি সংসদ ও শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদের মধ্যে বিজয়ী দলের সাথে ফাইনাল খেলবে শেখ সাখাওয়াত।
টাইব্রেকারে সাখাওয়াত স্মৃতি সংসদের রাকিব, মুক্তার, কবির, রিয়াজুল গোল করেন। অপরপক্ষে আবাহনী ক্রীড়া চক্রের মুন্নু ও বাদল গোল করেন। তবে সাব্বির ও দলীয় অধিনায়ক শরিফুল মিস করেন।
একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রাহুল স্মৃতি সংসদ ও শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০মে।
