নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার থেকে বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে যশোরের বিভিন্ন বাস মালিক সমিতির নেতাদের সাথে সভা করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার বিকালে মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ চাকলাদার প্রমুখ। এসময় সীমান্ত বাস মালিক, খাজুরা বাস মালিক সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি জানান, আমরা সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে অভয় দিয়েছি। তাদেরকে বলা হয়েছে যাত্রীদের সুবিধার্থে আপনাদের গাড়ি চলাচল রাস্তায় স্বাভাবিক রাখতে হবে। বিএনপির অবরোধে যেন গাড়ি চলাচল বন্ধ না থাকে। তাহলে যাত্রীদের দুর্ভোগে পাশাপাশি দেশের অর্থনীিিততে নেতিবাচক প্রভাব পড়বে। অবরোধে গাড়ির যেন কোন ক্ষয় ক্ষতি না হয় সেজন্য আমাদের ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, সভায় বাস মালিক সমিতির নেতারা তাদের গাড়ি অবরোধ চলাকালে রাস্তায় চলাচল করাতে সম্মত হয়েছেন।
যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ চাকলাদার জানান, গতকাল বিকালে আমাদের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সভা হয়েছে। সেখানে তারা অবরোধ চলাকালে সব ধরণের নিরাপত্তার আশ্বাস দেবার কারণে সব বাস মালিকরা অবরোধের ৩ দিন রাস্তায় গাড়ি নামাতে সম্মত হয়েছেন।
