যশোরে দলিততের আয়োজনে উদযাপিত হলো ‘জাতপাত পেশাভিক্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’। দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় ইসলামিক রিলিফ সুইডেন এর সহযোগিতায় দলিত যুব ঐক্য পরিষদ যশোর এ আয়োজন করে।
আজ বুধবার যশোর বাঁচতে শেখা মিলনায়তনে অনুষ্ঠিনে যশোর জাতপাত পেশাভিক্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, দলিতের প্রকল্প কর্মকর্তা আঞ্জুমান আরা আঁখি, প্রকল্পের মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি, সুজন কুমার দাস, যশোর জেলা দলিত ফোরমের সভাপতি বাবলু দাস, সাধারণ সম্পাদক বিষ্টু দাস মাইকেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন সরকার, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, প্রচার সম্পাদক বাদল দাস, পার্থ দাস, দিপা সরকার, চৈতী দাস, প্রান্ত দাস, অর্পন দাস, খুলনা বিভাগীয় সদস্য জ্যোতি দাস প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ
- নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত
- ছয় পা নিয়ে জন্ম নিল বাছুর, লাখ টাকাতেও বিক্রি না করার ঘোষণা
- যশোরে তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুবদলের মিছিল
- অভয়নগরের আলোচিত জনিসহ ১০ জনের নামে চার্জশিট
- তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
- লালমনিরহাটে শূন্য লাইন অতিক্রম, বিএসএফ সদস্য আটক !
- তারেক রহমানের ফেরা ঘিরে হাই অ্যালার্ট, সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত
- দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
