নিজস্ব প্রতিবেদক
যশোরে নারী ফ্রিল্যান্সার স্বাবলম্বী করতে একদিনের কর্মশালা ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার সকালে ব্র্যাক ব্যাংকের আয়োজনে ও ডিজিটাল ভ্যালির সহযোগিতায় শহরের শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শেষে ১২০ জন নারী ফ্রিল্যান্সারকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিএফডিএসের কেন্দ্রিয় কমিটির সভাপতি ড. তানজিবা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বিএফডিএসের কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএফডিএসের জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে সারা পৃথিবীতে ফ্রিল্যান্সারদের প্রচুর চাহিদা আছে এবং সেই সুযোগ বাংলাদেশের নারীরা নিতে পারবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, খুলনা বিএফডিএসের সভাপতি আব্দুল্লাহ ফরহাদ, জেলা কমিটির সভাপতি শাহানুর শরীফ, কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ, ব্র্যাক ব্যাংকের অপারেশন ম্যানেজার মাসুম বিল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার কাজী সাকিল আখতার, বিএফডিএসের সদস্য ও সফল ফ্রিল্যান্সার সালমা খাতুন মনি, শিপ্রা বিশ্বাসসহ কর্মশলায় অংশ গ্রহণ করা শতাধিক নারী।
আলোচকরা উপস্থিত নারীদের সামনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে সফল ক্যারিয়ার গড়ার ওপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন। এজন্য প্রস্তুতি ধাপ, ট্রেনিং, আয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচকরা নারীদের দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে আহ্বান জানান।

১ Comment
সুন্দর নিউজ