ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা নাজমুলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব। নায়ড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং রাজবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান আলী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মমিনুর রহমান, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আরমান হোসেন কাকোন, শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসম্পাদক ইঞ্জি. নওয়াজীস ইসলাম রিয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাদিজ্জামান রাব্বি, আহবায়ক কমিটির সদস্য রাসেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তারেক মাহমুদ শরীফ, সোলাইমান হোসাইন আজাদ, মো. পিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা শফিউর রহমান হিরু, মো. উসমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক অমিত হাসান, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি হাসান রাকিব প্রমুখ। কর্মী সমাবেশের পূর্বে ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল কাদেরের কবর জিয়ারত করেন সাবিরা নাজমুল।
ক্যাপশন: ঝিকরগাছার শংকরপুরে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল
