নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গতকাল উপজেলার উলাশী ১ নং ওয়ার্ডের জিয়া’র খালপাড় এলাকায় ছিনতাইকারীর হাতে নিহত মাসুম বিল্লাহর বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে সার্কেল এএসপি-কে ফোন করে মামলার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
এসময় তিনি উলাশী পূর্বপাড়ার পরলোকগমনকারী তপন কুমারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁদের খোঁজখবর নেন।
এছাড়াও তিনি উলাশী গিলাপোল ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অসুস্থ তৈয়ব আলীর বাড়িতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এরপর তিনি একই গ্রামের সংখ্যালঘু খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের বাড়িতেও যান এবং তাঁদের খোঁজখবর নেন।
এ সময় মফিকুল হাসান তৃপ্তি এলাকাবাসীর হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা “৩১ দফা সংস্কার কর্মসূচি” সম্পর্কিত লিফলেট বিতরণ করেন, যাতে সাধারণ মানুষ বিএনপি’র জনকল্যাণমূলক অঙ্গীকার ও পরিবর্তনের বার্তা সম্পর্কে অবগত হতে পারেন।
