নিজস্ব প্রতিবেদক
শোকের মাস আগস্টে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে যশোর পৌর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে মোমবাতি প্রজ¦ালন, বৃক্ষরোপণ, শেখ রাসেল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ধর্মীয় উপসানলে দোয়া ও খাবার বিতরণ করা হবে। শনিবার বিকালে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শোক দিবসের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে পৌর আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
সভায় জানানো হয় আজ সোমবার সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে মোমবাতি প্রজ্বালনের মধ্যে দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হবে। ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা, কেক কাটা ও ৮ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা। এর পাশাপাশি মাসব্যাপী শহরের ৯টি ওয়ার্ডে বৃক্ষরোপণ, ওয়ার্ডে ওয়ার্ডে খাবার বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট শহরের সকল মসজিদ ও ধর্মীয় উপসালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। একই সাথে এছাড়া ১৫ আগস্ট ও ২১ আগস্ট দিনব্যাপী জেলা আওয়ামী লীগের গৃহিত কর্মসূচির সঙ্গে অংশ নিবেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসব অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশ নেওয়া ও বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু। পৌর আওয়ামী লীগ নেতা ইউসুফ শাহীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগনেতা আলাউদ্দিন, ফারুক হোসেন, মফিজুর রহমান নান্টু, আলী হোসেন নয়ন, রবি মোল্লা, নাজমুল হক পিকুল, ফিরোজ শেখ প্রমুখ।