কল্যাণ ডেস্ক: ইউক্রেনে যুদ্ধরত রুশ স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করার অনুমতি দেওয়া সেই নারীকে অবশেষে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি ইউক্রেনের নিরাপত্তা বাহিনী সেই দম্পতির পরিচয় প্রকাশ করে রুশ নারীকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানায়।
সেই রুশ নারীর নাম ওলগা বিকভসকায়া। তার যোদ্ধা স্বামীর নাম রোমান বিকভস্কি। গত এপ্রিলে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রুশ দম্পতির একটি অডিও ক্লিপ প্রকাশ করে যেখানে এক নারী তার স্বামীকে বলছেন যে, ‘তোমার প্রয়োজন হলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নারীদের ধর্ষণ করতে পার। কিন্তু সে কথাটি আমাকে বলার প্রয়োজন নেই।’
এ অডিও ক্লিপ নিয়ে পরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দীর্ঘদিনের তদন্তের পর সেই রুশ দম্পতির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। তদন্তে বের হয় ওই রুশ যোদ্ধা সে সময় খেরশন এলাকায় যুদ্ধরত। এ দম্পতির বাড়ি রাশিয়ার ওরেল এলাকায়। রোমানের সামাজিক যোগাযোগমাধ্যমটি বন্ধ রয়েছে। তবে তার এক বন্ধুর অ্যাকাউন্ট থেকে তার এবং তার স্ত্রী ওলগা বিকভসকায়ার ছবি উদ্ধার করে তদন্তকারীরা। এ বিষয়ে যোগাযোগ করলে রোমান ফোনকলের সেই লোকটি বলে নিজেকে অস্বীকার করেন। অন্যদিকে তার স্ত্রী ওলগা প্রথমে কথা বলা শুরু করলেও এ ঘটনায় তাকে কল করা হয়েছে বোঝার পর ফোন লাইন কেটে দেন।
আরও পড়ুন: সিরিয়ায় বাবা হারানো শিশুটি পেল পৌনে তিন কোটি টাকা পুরস্কার