নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের নলডাঙ্গা রোডের গৃহবধূ ইভা আক্তার। স্বামীর অল্প আয়ে যেন ঘুরছিল না জীবিকার চাকা। এ জন্য ঘরে বসে আয় করার স্বপ্ন ছিল তার। সেলাইয়ের কাজ করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার চিন্তা করতেন তিনি। কিন্তু আর্থিক সমস্যার কারণে দর্জি প্রশিক্ষণ ও মেশিন কিনতে পারছিলেন না।
ইভা আক্তারের মতো এমন নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছে রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সামাজিক সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউশন। কয়েক মাস আগে আসাদ স্মৃতি ইনস্টিটিউশন বিনামূল্য সেলাই প্রশিক্ষণ শুরু করে। ইভার মতো আরও ১৫জন নিয়ে শুরু হয় সেলাই প্রশিক্ষণ। একে একে তারা সেলাইয়ের বিভিন্ন কৌশল, মেয়েদের ব্যবহার্য সব পোশাকের সেলাইয়ের কাজ আয়ত্ত করে ফেলেন। সেলাই কাজ শেখার পর তাদের প্রয়োজন ছিল সেলাই মেশিন।
শনিবার সকালে সেই সেলাই মেশিনও দেয়া হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে উত্তীর্ণ ১১ জনের মাঝে বিনামূল্যের সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া উত্তীর্ণ বাকি চারজনের সেলাই মেশিন থাকায় তাদের সমপরিমাণ টাকা দেয়া হয়েছে। আর প্রত্যেককে কাপড় কেনার জন্য দেয়া হয়েছে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা।
এ উপলক্ষে যশোর শহরের নলডাঙ্গা রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, আরএন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের। উপস্থিত ছিলেন রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন, আরএন রোড ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, মনিরুল হুদা খান মনি প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে তারিন বলেন, রিপন অটোসের মাধ্যমে সেলাইয়ের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছি। তাদের সহায়তার কারণে এখন স্বাবলম্বী হতে পারব। সেলাই মেশিন দিয়ে নিজের পরিবারের সদস্যদের জামাকাপড় সেলাইয়ের পাশাপাশি অন্যের জামাকাপড় সেলাই করে আর্থিকভাবে লাভবান হতে পারব।
অনুষ্ঠানে রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে আমাদের এ কর্মসূচি নেয়া। এটি আমাদের তৃতীয় ব্যাচ। এর আগে দুই ব্যাচে ৩০ জনকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। কর্মসূচিই নয় আসাদ ইনস্টিটিউটের রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি। এছাড়া আমরা বিভিন্ন সময় ৫০০ শিশু-নারীকে কোরআন শিক্ষা প্রদান করেছি।
