নিজস্ব প্রতিবেদক :
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকারের পতন ধ্বনি বেজে গেছে। তাদের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। বিক্ষুব্ধ জনগণ অচিরেই তাদের ক্ষমতাচ্যুত করে ছাড়বে। জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে, জনগণের সেই আস্থার প্রতিফলন ঘটিয়ে সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।
গতকাল বুধাবার যশোর জেলা বিএনপি আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার ও দলটির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ের সামনে নির্ধারিত সময় বেলা ৩টায় সমাবেশ শুরুর আগেই সংগঠনের জেলা শাখার অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন। সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগের চরিত্র পাল্টানো যায় না। তারা স্বাধীন দেশে যে অনিয়ম ও অগণতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছিল আজও ৫২ বছর পরে এসেও তারা সেই অনিয়মের মধ্যেই রয়ে গেছে। সেদিন তারা অনিয়মের মধ্য দিয়ে প্রথম সংসদ অধিবেশনের শুরু করেছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে পদলিত করে বাকশাল কায়েম করেছিল। মুখে প্রতিনিয়ত গণতন্ত্রের কথা বলে, কিন্তু বরাবরই গণতন্ত্রকে ধ্বংস করেছে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির, চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, জেলা মহিলা দলের সাধারণ সম্পদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তাফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ। সমাবেশে পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।