বিনোদন ডেস্ক
আথিয়া শেঠি এখন থেকে মিসেস কেএল রাহুল। সাত পাকে বাঁধা পড়লেন সুনীল শেঠির কন্যা এবং ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান কেএল রাহুল।
ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকলেন জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। সোমবার সুনীল শেঠির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর।
বেশ কয়েক বছর ধরেই প্রণয় ডোরে আবদ্ধ রাহুল-আথিয়া। গতকাল পূর্ণতা পেল তাদের চার বছরের দীর্ঘ সম্পর্ক। তিথি মেনে এদিন বিকাল ৪টা ১৫ মিনিটে সাত পাক ঘুরেছেন তারকা জুটি, বিয়ের আনুষ্ঠানিকতার খবর আগেই জানিয়েছিলেন সুনীল শেঠি।
সন্ধ্যা নামতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন রাহুল-আথিয়া। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সাজলেন আথিয়া, সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলল সাদা রঙা শেরওয়ানিতে।
বিয়ের ছবি শেয়ার করে আথিয়া লিখেছেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি’। এরপর সুনীল কন্যার সংযোজন, ‘আজ আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম সেই বাড়িতে যে বাড়িটা আমাদের খুব আনন্দ আর শান্তি দিয়েছে। হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরপুর। আমরা সকলের আর্শীবাদ চাইছি এই নতুন যাত্রাপথে’।
আরও পড়ুন: এক কনসার্টে আড়াই শ কোটি