কোটচাঁদপুর প্রতিনিধি
বুধবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনের আউট সিগন্যালের অদূরে সরকারি কলেজের পিছনে মনির হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মস্তক ছাড়া মরদেহ উদ্ধার করেছে যশোর রেলওয়ে পুলিশ।
কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার আব্দুল মজিদ জানান, সকাল ৭ টার দিকে রেল লাইনের উপর জনৈক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে যশোর রেল পুলিশকে খবর দেন। যশোর রেলওয়ে পুলিশের এসআই ইদ্রিস আলী ও এএসআই রবিউল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠায়। এ সময় পুলিশ লাশের দেহতল্লাশী করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন মনির হোসেন আত্মহত্যা করেছেন। নিহত মনির হোসেনের বাড়ি মহেশপুর উপজেলার পাতরা গ্রামে ঢাকা পাড়ায়।
আরও পড়ুন: বেনাপোলে দুই দিন আমদানি-রফতানি বন্ধ