নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার হামিদপুর পশ্চিম পাড়ার একটি জমি থেকে গাছ কেটে নেয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কোতোয়ালি মামলা হয়েছে।
মামলার আসামিরা হচ্ছে, যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের নূরুল ইসলাম, সদর উপজেলার হামিদপুর মধ্যপাড়ার নাজেম, একই এলাকার নাছির ও ফতেপুর গ্রামের মফিজসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন। পুলিশ এ ঘটনায় বুধবার গভীর রাতে বাড়ির সামনে থেকে নাজেম মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
মামলায় নূরুল ইসলাম বলেন, সদর উপজেলার হামিদপুর মৌজায় তার ৬০ শতক জমি রয়েছে। ওই জমি তিনি বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপন করেন। আসামিরা দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে গাছ কেটে নিয়ে যায়। এসময় তিনি ও তার ছেলে আরমান (৪৫), স্ত্রী রুবিনা বেগম, আরমানের স্ত্রী ছন্দা, জাফরীর স্ত্রী সুমীসহ অনেকে ঠেকানোর চেষ্টা করে। আসামিরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে।