নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় যশোরের মণিরামপুরের পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেছেন।
মঙ্গলবার রাতে মণিরামপুর পৌরসভা এলাকায় মণিরামপুর উপজেলাধীন খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের বহিস্কৃত নেতা হাদিউজ্জামান ফয়সালের নেতৃত্বে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় নেতাকর্মীরা বাজি ও পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করেন।
পদবঞ্চিত নেতাকর্মীরা এই দিনটিকে লেখক মুক্ত দিবস পালন ও লেখক ভট্টাচার্য্যকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী রণি, মণিরামপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ প্রমুখ।