নিজস্ব প্রতিবেদক
জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্তে পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার ঢাকায় পল্টন ময়দানস্থ আউটার স্টেডিয়ামে তারা ৩-০ গোলে পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুলকে পরাজিত করে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাব্বির আহমেদ পলাশের শীষ্যরা। এর আগে প্রথম ম্যাচে হবিগঞ্জের আলী ইদ্রিস উচ্চ স্কুলকে ৩-১ গোলে পরাজিত করে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়।
টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করায় যশোরের প্রতিনিধিত্ব করা বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।
বেনাপোল আলহাজ¦ নূর ইসলাম স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের নিয়ে গড়া বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় শুরু থেকে আক্রমণাত্মক খেলে। ফল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের বয়স ২৫ মিনিট হতেই এগিয়ে যায় বেনাপোলের স্কুলটি। গোলটি করেন রাহুল। এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সীমান্ত শহর বেনাপোলের দলটি। ৫৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে ২-০ করেন অনিক। এর পাঁচ মিনিট তৃতীয় গোলটি আসে নাফিদুলের পা থেকে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের রাহুল।