নিজস্ব প্রতিবেদক: ঝিকরগাছা উপজেলার নায়রা গ্রামে জমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হওয়ায় মামলায় রোববার বিকেলে কাশেম গাজী (৬০) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি নায়রা গ্রামের বাসিন্দা।
গত বুধবার জমিজমা দখল সংক্রান্ত ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন দুরুদ আলী (৬০)। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর ছেলে তরিকুল ইসলাম (৩০)। ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, মামলার আসামি কাশেম গাজীকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: