কল্যাণ ডেস্ক: সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। শনিবার (৫ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী লিমা।
ওইদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক থেকে মিছিল বের করে হাজারো মানুষ। পতাকা ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন শহরের কেন্দ্রে। বামপন্থি প্রেসিডেন্ট পেদ্রো ক্যাসিলোর বিরুদ্ধে শ্লোগান দেন তারা।
আন্দোলনকারীদের ঠেকাতে ব্যারিকেড তৈরি করে পুলিশ। বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে মারমুখী ভূমিকা নেয় নিরাপত্তা বাহিনী। লাটিচার্জ ও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। রাজধানীর বাইরেও বিভিন্ন শহরে ছড়ায় বিক্ষোভ।
এদিকে প্রেসিডেন্ট ক্যাসিলোর দাবি, তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে বিরোধীরা। গত বছরর জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করেন ক্যাসিলো। দুই দফা অভিশংসন থেকে রেহাই পান তিনি।
আরও পড়ুন: ল্যাপটপ চুরির পর ই-মেইল করে ক্ষমা চাইলো চোর, ফেরত দিল দরকারি নথিও