বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাটের পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা, সুবিধা, পাটের সম্ভাবনা ও উৎপাদনে উৎসাহ দেয়ার পাশাপাশি পাটের ভালো বীজ চিহ্নিতকরণ, বপনের উপযুক্ত সময়, উৎপাদন পদ্ধতি, সার ও কীটনাশক ব্যবহার পদ্ধতি, পাট পঁচানো ও আঁশ আলাদাকরণ পদ্ধতি এবং বীজ সংগ্রহ নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম আবুজর গিফারী। প্রশিক্ষণ প্রদান করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ¦ল কান্তি বড়াল ও বাঘারপাড়া উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আরা। উপজেলার ১৫০ জন পাট চাষির মধ্যে সম্মানী ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।