বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মগর আলীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি ভাতিজা হারুণসহ (৫৪) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে যশোর রেল গেট থেকে তাদের গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত ১৬ এপ্রিল বসতবাড়ির জায়গা জমিকে কেন্দ্র করে মারামারি হয়। এতে মগর আলী মারা যায়।