নিজস্ব প্রতিবেদক
যশোরের পিকআপ স্ট্যান্ডে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে এই চাঁদাবাজি করা হচ্ছে বলে শ্রমিকরা জানিয়েছেন। ফলে পিকআপ, মিনি ট্রাক চালকসহ মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর পিকআপ স্ট্যান্ড দীর্ঘদিন ধরে যশোর ইনস্টিটিউট থেকে লিজ নিয়ে পরিচালিত হয়ে আসছে। এখান থেকে পণ্য নিয়ে পিকআপগুলো বিভিন্ন জায়গায় যায়। এখানে প্রতিদিন অর্ধশত পিকআপ থাকে ভাড়ায় যাওয়ার জন্য। এতোদিন পিকআপ চালকরা ভাড়ায় গেলে সমিতিকে ৫০ টাকা চাঁদা দিয়ে বের হতো। কিন্তু গতকাল মঙ্গলবার থেকে তাদের নতুন করে ট্রাক শ্রমিক ইউনিয়নকে অতিরিক্ত ৬০ টাকা চাঁদা দিতে হচ্ছে।
আরও পড়ুন: যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ইকবাল মাদকসহ আটক
অভিযোগ রয়েছে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিচয়দানকারী মাসুম খান রনি ওরফে মো: রনি, সেলিম ও রকিসহ কয়েকজন এই টাকা তুলছেন। তারা শুধু পিকআপ থেকে নয়, ট্রাক থেকেও ৩০-৬০ টাকা তুলছেন। তবে যশোরের পিকআপ ও মিনি ট্রাক মালিক সমিতি কোন গাড়ি থেকে চাঁদা আদায় করে না বলে জানা গেছে।
যশোর পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক বিএম লক্ষী জানান, গতকাল থেকে আমাদের স্ট্যান্ডে ট্রাক শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠনের কাউন্টার খুলে জোর করে চাঁদা তোলা হচ্ছে। এতে পিকআপ মালিকসহ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি প্রশাসনের দেখা উচিত।
তবে অভিযুক্ত ট্রাক শ্রমিক ইউনিয়ন মনিহার শাখার সাধারণ সম্পাদক মো. রনি বলেন, আমরা বৈধভাবে মৃত শ্রমিকদের সহযোগিতার জন্য টাকা নিচ্ছি। এখানে চাঁদাবাজি করা হচ্ছে না।
এব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেছেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। তারপরও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: যশোরে আলোচিত ইরফান খুন প্রধান আসামি পাখি গ্রেফতার