নিজস্ব প্রতিবেদক
যশোর সদর ও কেশবপুর উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। ইতিমধ্যে তিনি সদরের নরেন্দ্রপুর, আরবপুর, চুড়ামনকাটি, হৈবতপুরসহ পৌরসভার ৪টি ওয়ার্ড, শ্রমিকলীগ ও মুক্তিযোদ্ধাদের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেছেন। চলতি মাসব্যাপী তিনি কম্বল বিতরণ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা। করোনাকালেও তিনি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ করেছিলেন।
যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু জানান, প্রতিবছর শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করে থাকেন শাহীন চাকলাদার এমপি। যার ধারাবাহিকতায় এবারও তিনি বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করছেন।
শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির উদ্যোগে কৃষকলীগ নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নতুন খয়েরতলার সাইয়্যেদুনা মুজাম্মাদুর রসুলুল্লাহ (স.) ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এই কম্বল বিতরণ করেন যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু।
উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট কাজী বাহাউদ্দিন ইকবাল, যুগ্ম সম্পাদক ফয়েজ আলম মনির, সাংগঠনিক সম্পাদক তোরাপ আলী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক মজিবর রহমান, জেলা কৃষকলীগ নেতা কামরুজ্জামান মিলন, পৌর কৃষক লীগের সভাপতি এসএম আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু প্রমুখ।
মাহমুদ হাসান বিপু জানান, শাহীন চাকলাদার এমপি করোনার সংকটেও যশোর আড়াইশ শয্যা হাসপাতালে পোর্টেবল এক্সরে মেশিন, নেবুলাইজার, ইসিজি মেশিন, অ্যাপ্রোন ১৮০ পিসসহ বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি জানান, প্রধানমন্ত্রী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে নেতাদের বলেছেন। করোনাকালেও তিনি বিত্তবানদের এগিয়ে আসতে বলেছিলেন। যেকারণে তার আহ্বানে সাড়া দিয়ে আমি ব্যক্তিগতভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যতটুকু পরব এভাবে করে যাব।
যশোর আড়াইশ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আক্তারুজ্জামান বলেন, করোনার দুর্যোগকালে শাহীন চাকলাদারসহ বিভিন্নজন এগিয়ে এসেছিলেন। তাদের সহযোগিতায় আমরা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়েছি।
আরও পড়ুন: শীতার্ত মানুষের পাশে এসপি পত্নী বিপ্লবী রানী