বিনোদন ডেস্ক
আগেই বিতর্ক উঠেছিল ‘ব্লন্ড’ নিয়ে। অ্যান্ড্রু ডমিনিকের এই ছবি ‘অশ্লীল’। মেরিলিন মনরোর জীবনী নিয়ে বানানো ছবিটি এবার আরও আলোচনার জন্ম দিল।
ছবিটি যে রাজি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ আটটি মনোনয়ন পেয়েছে- শুধু তা-ই নয়, সবচেয়ে বাজে ছবির মনোনয়ন পেয়েছে ব্লন্ড। বলে রাখা ভালো, বছরের কোন ছবিটি সবচেয়ে বাজে, কোন চিত্রনাট্য, কোন পরিচালক, কোন অভিনেতা ইত্যাদি নিয়ে সাজানো হয় এই প্যারোডি অ্যাওয়ার্ড শো। এর মূল নাম ‘দ্য গোল্ডেন র্যাজবেরি অ্যাওয়ার্ড’।
ছবির পরিচালক অ্যান্ড্রু ডমিনিক মনোনীত হয়েছেন বাজে চিত্রনাট্য ও পরিচালক হিসেবে। মেশিন গান কেলির ‘গুড মাউর্নিং’ একটুর জন্য ‘ব্লন্ড’কে ছুঁতে পারেননি! সাতটি মনোনয়ন পেয়ে আছেন দ্বিতীয় নম্বরে। শুধু তা-ই নয়, ভালো ভালো পরিচালক ও অভিনেতাও এবার ‘বাজে’ কনটেন্টের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন।
এদিকে মেশিন গান কেলি বাজে অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গী আছেন জাঁদরেল অভিনেতা টম হ্যাঙ্কস। রবার্ট জেমেকিসের ‘পিনোচ্চিও’ ছবিতে বাজে পারফরম্যান্সের কারণে এই মনোনয়নের কবলে পড়লেন এই হলিউড অভিনেতা।
বছরটা হ্যাঙ্কসের জন্য খারাপ বলতে হয়! ‘এলভিস’ ছবিতে খারাপ অভিনয়ের জন্য পেয়েছেন বাজে সহ-অভিনেতার মনোনয়ন। ছবিতে কর্নেল টম পার্কারের চরিত্রে অভিনয় করেছিলেন হ্যাঙ্কস। বাজে অভিনেতার কাতারে আছেন সিলভেস্টার স্ট্যালোনও।
এ ছাড়া ‘মরবিয়াস’ পেয়েছে পাঁচটি মনোনয়ন। আগামী ১১ মার্চ সবচেয়ে ‘বাজে’ কাজগুলোর নাম ঘোষণা করা হবে। দুদিন পরে দেয়া হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার পুরস্কার।
আরও পড়ুন: নিজেকে শেষ করলেন তেলুগু অভিনেতা সুধীর