সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি-১৪ ও ১৭ জাতের সরিষা ব্যাপকভাবে চাষ হয়েছে। যেখানে স্থানীয় টরি-৭ জাতের বিঘাতে ৩ থেকে সাড়ে ৩ মণ পর্যন্ত উৎপাদন হয়। সেখানে বারি-১৪ ও ১৭ বিঘাতে ৬ থেকে সাড়ে ৬ মণ পর্যন্ত সম্ভব বলে জানান কৃষি বিজ্ঞানিরা।
জেলার দেবহাটা অঞ্চলে ক্ষেতে সরিষার যে ফলন লক্ষ্য করা যাচ্ছে তাতে বাম্পার উৎপাদনের আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।
মঙ্গলবার দেবহাটা উপজেলার খাশখামার ও বহেরা এলাকায় সরিষা মাঠদিবস অনুষ্ঠান পরিদর্শন করতে এসে সরেজমিনে সরিষা ক্ষেত দেখে সন্তোষ্ট প্রকাশ করেন কৃষি বিজ্ঞানিরা।
প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনার রশিদ উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরিষা উত্তোলন করেই ওই জমিতে বোরো চাষ করতে পারছেন কৃষক। ফলে আমন-বোরোর মাঝামাঝি সময়ে সরিষা আবাদ করে কৃষক লাভবান হচ্ছে।
দেবহাটা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীরের সভাপতিত্বে উক্ত মাঠদিবসে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা এসএম খালিদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরা বিনেরপোতাস্থ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফকির অলি আহমেদ প্রমুখ। এ সময় স্থানীয় দুই থেকে তিন শত কৃষক উপস্থিত হন।