সাতক্ষীরা জেলা প্রতিনিধি
নাশকতার মামলায় সাতক্ষীরা পৌর মেয়র বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতীসহ ১৫ জন জামায়ত-শিবির সদস্যের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে আদালতের বিচারক মোহাম্মাদ হুমায়ুন কবির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতবছরের ২৪ ডিসেম্বর সাতক্ষীরায় বিএনপি জামায়াত সহিংসতার ঘটনায় পুলিশ সাতক্ষীরা পৌর মেয়র, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতীকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা চিশতীসহ ১৫ জন আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠায়।