নিজস্ব প্রতিবেদক :
ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে ব্যাটে-বলে অসহায় আত্মসমার্পন করেছে যশোর। মঙ্গলবার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে নড়াইলের বিপক্ষে হেরেছে ১৮৭ রানে।
নড়াইল প্রথমে ব্যাট করে সজিবুল্লাহর সেঞ্চুরিতে শেষ বলে অল আউট হওয়ার আগে ২৪৪ রান সংগ্রহ করে। জবাবে মেহেরাব হাসানের বোলিং তোপে ৫৭ রানে অল আউট হয়ে তুষার ইমরান-সৈয়দ রাসেলের উত্তরসূরিরা। সর্বশেষ আসরে ফাইনালে মেহেরপুরের কাছে হেরে যায় যশোর। মেহেরাব হাসান একাই নিয়েছে ৯ উইকেট। ৬ ওভার ২ বল হাত ঘুরিয়ে দেয় মাত্র ১১ রান। অপর উইকেটটি নেয় সাফিন। যশোরের কাবিদ আল সিয়াম ১৬ ছাড়া আর কেউ দুই অঙ্কের স্পর্শ করতে পারেনি।
ব্যাট হাতে নড়াইলের সজিবুল্লাহ ১১৫ রান করে। এরপাশে স্বপ্নীল রায় ৩৩, সাফনির ২২, রাব্বি ২২, শিবলি সাদিক ১৮ রান করে।