নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভকেট এসএমএ সবুর।
তিনি বলেন, দেশে বিএনপি জামায়াত আন্দোলন করছেন। কিন্তু কৃষকদের দাবির কথা কেউ তুলে ধরছেন না। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ঢেঁকুর তুলে বলছেন এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ দেশের ভদ্রলোকেরা উপরে উপরে কৃষকদের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। কৃষকদের অধিকার, কৃষকদের দাবিগুলো নিয়ে কোন ভাবনা চিন্তা করছেন না।
তিনি বলেন, কৃষকেরা প্রতিটি পদে পদে নির্যাতিত এবং সুবিধা বঞ্চিত। কৃষিপণ্যের মূল্য বৃদ্ধির কারণে কৃষকদের ফসল ফলাতে গেলে মাথায় হাত উঠে যাচ্ছে। অন্যদিকে ফসল ফলিয়ে ন্যায্য দাম পায় না কৃষকেরা।
অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি পরিষদ আহ্বায়ক এ্যাডভকেট আমিনুর রহমান হীরু বলেন, কৃষকেরা বরাবরই অপমানিত এবং নির্যাতিত হচ্ছেন। বর্তমানে সারের দাম, ডিজেলের দাম বেড়ে গেছে। কৃষিপণ্যের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কৃষকেরা। বর্তমানে যশোরের কৃষকেরা আমন ধান ঘরে তুলেছেন। এই আমন ধানেরও ন্যায্য দাম তারা পাচ্ছেন না। আমন ধান বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। এভাবে চলতে থাকলে কৃষকরা রাস্তায় বসে যাবে।
বাংলাদেশ কৃষক সমিতি’র যশোর জেলার সভাপতি ফুলচাষি নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন।
সম্মেলনে ১৯ সদস্যের কমিটির গঠন করে তাৎক্ষণিক সভা করে ১৭ জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান নান্নু।