বাঘারপাড়া প্রতিনিধি: জন্ম-মৃত্যু নিবন্ধন তরান্বিত ও অনলাইন নিবন্ধন বেগবান করার লক্ষ্যে মঙ্গলবার বাঘারপাড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক হুসাইন শওকত।
এতে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জহুরপুর উইপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।
মতবিনিময় সভা শেষে জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় জহুরপুর ও দোহাকুলা ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিরণ করা হয়।