নিজস্ব প্রতিবেদক :
যশোরে পত্রিকা পরিবেশকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল হোসেন খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবির বিজু, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবু তোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক এসএম আসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিলহাজ¦ হোসেন, সহসভাপতি সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে হকার্স ইউনিয়নের ১২০ সদস্যকে কম্বল প্রদান করা হয়।