যশোর জেলা বিজ্ঞান ক্লাব অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার শহরের জেল রোড ঘোপে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম।
সভা শেষে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য গঠিত কমিটির সভাপতি করা হয়েছে তরিকুল ইসলামকে। সহ-সভাপতি উবায়ের হোসেন। সাধারণ সম্পাদক সৈয়দ আবু আহসান মিটন। সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক রবি,
কোষাধ্যক্ষ শাহরিয়ার সিদ্দিকা পল্লবী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ শাহ মোস্তফা হাসমী সাজু, দপ্তর সম্পাদক মাসুমা খাতুন, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক সাঈদ হোসেন, নির্বাহী সদস্য ইমরান হোসেন, আকিবুল ইসলাম ও সাদিকুর রহমান। -সংবাদ বিজ্ঞপ্তি