নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যুবমৈত্রী যশোর জেলা কমিটির সম্মেলনে অনুপ কুমার পিন্টু সভাপতি ও সুকান্ত দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকেলে যশোর জেলা এক নাম্বার আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের ৮ম জেলা সম্মেলনে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তোহিদুর রহমান।
জেলা কমিটির সহ-সভাপতি অনুপ কুমার পিন্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান।
সুকান্ত দাসের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউন রাজা, কেন্দ্রীয় সদস্য কামাল খান, শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সভাপতি ইউনুস তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশে চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়লেও সরকার গরিব মানুষের জন্যে স্থায়ী কোনও ব্যবস্থা নিতে পারেনি। দেশের নিম্ন আয়ের মানুষের মাঝে হাহাকার রয়েছে। মধ্যবিত্তরা না পারছে সইতে, না পারছে কইতে। উন্নয়নের নামে কেবল অবকাঠামোই বাড়ানো হয়েছে।
অপরদিকে, বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তাদের কর্মকাণ্ডে দেশব্যাপী এক নৈরাজ্যকার পরিস্থিতির উদ্ভব হয়েছে।