কল্যাণ ডেস্ক
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণের এ তারিখ ঘোষণা করেছে সাংবিধানিক সংস্থাটি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তফসিল ঘোষণা করেন। বেলা ১১টায় শুরু হওয়া এ সভা চলে পৌনে এক ঘণ্টা।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই হবে ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি।
সভায় সিইসি কাজী হাবিবুল আউয়াল ছাড়াও নির্বাচন কমিশনার আহসান হাবিব, রাশেদা সুলতানা ও আনিছুর রহমানসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশে থাকায় নির্বাচন কমিশনার মো. আলমগীর এ বৈঠকে অংশ নিতে পারেননি।
২০১৮ সালের ২৪ এপ্রিলদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। বঙ্গভবনে তার দায়িত্ব পালনের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে এবার ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা ছিল।
আরও পড়ুন: ২২ তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার