ঢাকা অফিস: বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতি গতিশীল আছে, মানুষের জীবনমান সহজ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সহযোগিতায় এ সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবে সরকার। সোমবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গ্রেট ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ। প্রতিটি জায়গায়ই কিন্তু ইকোনমিক রিসেশন। এবং ব্রিটেন তো নিজেরাই ঘোষণা দিয়েছে তাদের ইকোনমিক রিসেশন চলছে। সেই অবস্থায় আমরা এখনও আমাদের অর্থনীতি গতিশীল আছে, চলমান আছে। তবে সকলের সহযোগিতায় অবশ্যই আমরা এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারব।
করোনাভাইরাস মহামারী থেকে উত্তরণের সময়ে যুদ্ধের কারণে দেখা দেওয়া বৈশ্বিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞা আসার ফলে প্রত্যেকটা জিনিস যা বাংলাদেশের বাইরে থেকে কিনতে হয় তার দাম ও পরিবহন মূল্য বেড়ে গিয়েছে।
তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি যতদূর সম্ভব আমাদের দেশের মানুষের যেন কষ্ট না হয় তার জন্য যথাযথভাবে সেগুলো যেখান থেকে পারছি, যত দাম দিয়ে হোক আমরা ক্রয় করার চেষ্টা করছি এবং মানুষের জীবনমান যাতে সহজভাবে চলতে পারে তার ব্যবস্থা নিচ্ছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্র নীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ মেনে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সাধারণের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার, বলেন তিনি। যার শুভ ফলটা দেশের মানুষ পাচ্ছে, যোগ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, শুধু একটি কথা বলব আমরা কারও সাথে যুদ্ধ করব না। আমরা শান্তি চাই। সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই নীতি শিখিয়েছেন।
সেনাবাহিনীর নতুন নতুন ঘাঁটি তৈরি থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কারণ আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীকে একটা সময়োপযোগী হোক। আর সেই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন এলাকাভিত্তিক একেবারে যেভাবে জাতির পিতা আমাদেরকে প্রতিরক্ষা নীতি করে দিয়ে গেছেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল-২০৩০ করে সেটা বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আমরা শক্তিশালী করে দিচ্ছি।
অনুষ্ঠানে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে দেশের নানা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বিএনপি ভিত্তিহীন ইস্যু নিয়ে মাঠে, যশোরে যুবলীগের চেয়ারম্যান পরশ