নিজস্ব প্রতিবেদক
১৪৪ রানে নবম ব্যাটার হিসেবে মেহেদি হাসান শিবলি যখন বোল্ড হয়ে সাজঘরে ফিরছিলেন; তখনও আরএন রোড ক্রীড়া চক্রের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। আরএন রোড ক্রীড়া চক্রকে গুটিয়ে দিতে তখনও প্রতিপক্ষ প্রদিপ্তক্রিকেট একাডেমির হাতে ছিল ৩০ বল। এই সময় ক্রিজে ছিলেন পেস বোলিংয়ে প্রদিপ্তপথকে ১৭১ গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুই ডানহাতি পেসার ইয়াসিন ও তানভীর আহমেদ তাজ।
এই সময় আরএন রোডের ড্রেসিং রুম থেকে সিংগেল-ডাবলসে ম্যাচ শেষ ওভারে নিয়ে যাওয়ার নির্দেশনা দিচ্ছিলেন। নির্দেশনা মতো দুজনই প্রদিপ্তপথের দুই পেসার রনি হোসেন ও লাকাতুজ্জামান রুবেলকে দক্ষ ব্যাটারের মতো সামলাছেন। তাতে আরএন রোডের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১২। বাঁহাতি স্পিনার রাইসুল ইসলামের প্রথম বলই ইয়াছিন মিড ওভার দিয়ে উড়িয়ে মারেন মাঠের বাইরে। পরের বলে কোন রান হয়নি। তৃতীয় বলে সিংগেল নেয় ইয়াসিন। চতুর্থ বল আবার ডট। পঞ্চম বলে তাজের ব্যাট থেকে আসে তিন রান। তাতে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল দুই রান। রাইসুলের লেন্থ বলে কোন রকমে ব্যাট ছোঁয়াতে পারে ইয়াসিন। স্লিপ ফিল্ডারের হাত থেকে আসা বলে উইকেট ভাঙ্গার আগে এক পূর্ণ করে ফেলে দুজনে। দ্বিতীয় রান নেয়ার সময় রান আউট হয়ে যান ইয়াসিন।
তাতে ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে গতবারের রানার্সআপ আরএনরোড ক্রীড়া চক্র ও নবাগত প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমির লড়াই সমতায় শেষ হয়েছে।
সোমবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রদিপ্তপথের করা ১৭১ রানের জবাবে শেষ বলে অল আউট হওয়ার আগে করতে পারে সমান ১৭১ রান।
ব্যাটের মতো বল হাতেও দলের সেরা বোলার ছিলেন ইয়াসিন। দলের সেরা দুই খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ দলের সদস্য শাহারিয়ার সাকিব ও অরিদুল ইসলাম আকাশ ছাড়াই টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় আরএন রোড ক্রীড়া চক্র। বল হাতে দারুন শুরু করে তারা। ২৩ রানেই প্রদিপ্তপথের টপ অর্ডারের চার ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়ে দেন। পরে মুরাদ হোসেন নবাব ও লাকাতুজ্জামান রুবেলের ৪০ ছাড়ানো দুটি ইনিংসে ৪১ ওভার ৩ বলে অলআউট হওয়ার ১৭১ করতে পারে প্রদীপ্তপথ। নবাব এক রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৮৯ বলে ৫টি চারে করেন ৪৯ রান। লাকাতুজ্জামান রুবেল ৩৯ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৪ রান করেন। এরপাশে হাবিবুল বাশার ২৭ রান করেন। ব্যাটের মতো বল হাতে আরএন রোডের সেরা বোলার ছিলেন ইয়াছিন। ইয়াছিন ৮ ওভার ৩ বলে ১ মেডেনসহ ২৩ রানে চারটি, নিলয় রায় ১৬ রানে ২টি, তাজ, ইমন ও শিবলি একটি করে উইকেট দখল করেন।
১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে মারুফ হোসেনের ৪৪ ছাড়া আরএন রোডের আর কেউ বড় ইনিংস খেলতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার মিকাইল। এর পাশে নবম তাজ ১৭ ও ইয়াছিন ১৬ রান করেন। প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমির অমি ৩১ রানে ৩টি, রুবেল ও রনি ২টি করে এবং রাইসুল ও বাশার একটি করে উইকেট দখল করেন।
সংক্ষিপ্ত স্কোর :
টস : আরএন রোড ক্রীড়া চক্র
প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমি : ৪১.৩ ওভার ১৭১/১০ (জামাল ০, বিপ্লব ৬, বারিকুল ২, মাসুম ৬, বাশার ২৭, নবাব ৪৯, জয় ৯, রুবেল ৪৪, অমি ০, রনি ৫*, রাইসুল ০; ইয়াসিন ৪/২৩, তাজ ১/৩৭, শিবলি ১/৩৫, ইমন ১/২৯, ধ্রুবো ১/২৬, নিলয় রায় ২/১৬)।
আরএন রোড ক্রীড়া চক্র : ৫০ ওভার ১৭১/১০ (আলিফ ৩, মিকাইল ১৮, নাঈম ৬, মারুফ ৪৪, আকাশ ১৫, ইমন ৮, নিলয় রায় ২, শিবলি ২, ধ্রুবো ৮, তাজ ১৭*, ইয়াছিন ১৬; রুবেল ২/৩৪, রনি ২/৩৬, অমি ৩/৩১, বাশার ১/২৮, রাইসুল ১/৩৯, জয় ০/২)।
ফলাফল : টাই।